আরাফার দিনে সিয়াম পালন করলে, সামনের এবং পেছনের দুই বছরের গুনাহ আল্লাহ তায়ালা ক্ষমা করে দিবেন

সফ্ট রিমাইন্ডার

রাসূলুল্লাহ (ﷺ‬) বলেন- আরাফার দিনে সিয়াম পালন করলে, সামনের এবং পেছনের দুই বছরের গুনাহ আল্লাহ তায়ালা ক্ষমা করে দিবেন বলে আমি প্রত্যাশি। [মুসলিম]

আগামীকাল বৃহস্পতিবার সম্মানিত হাজ্জ্বীরা পবিত্র আরাফার ময়দানে অবস্থান করবেন ইনশাআল্লাহ। তাই, আগামীকালই আরাফার সিয়াম পালন করুন।

আর বাংলাদেশে অবস্থানকারীগণ, সম্ভব হলে আগামীকাল ও পরশু অর্থাৎ বৃহস্পতিবার ও শুক্রবার দুই দিনই সিয়াম পালন করুন। তাহলে একটি আরাফার নফল সিয়াম ও অন্যটি সাধারণ নফল সিয়াম হিসেবে গন্য হবে ইনশাআল্লাহ।

আল্লাহ তায়ালাই অধিক জ্ঞাত।


Copy: MizanurRahman Azhari ফেসবুক পেজ থেক।।    

No comments

Powered by Blogger.