প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক দ্বারা মাশরাফির চিকিৎসা ||News224Magura




ক্রীড়া প্রতিবেদক,

২২ জুন ২০২০,
প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক চিকিৎসা করছেন মাশরাফির।করোনায় আক্রান্ত মাশরাফি বিন মুর্তজার চিকিৎসা চলছে বাসা থেকেই। তাঁর নিয়মিত খোঁজখবর রাখছে বিসিবির মেডিকেল বিভাগ। তবে মাশরাফির চিকিৎসা চলছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ বি এম আব্দুল্লাহর তত্ত্বাবধানে।


মাশরাফি কোভিড-১৯ পজিটিভ হওয়ার পরই বিসিবি নিয়মিত খোঁজ রাখছে তাঁর। বিসিবি সভাপতি নাজমুল হাসান নিজে খোঁজ নিচ্ছেন। বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী আজ প্রথম আলোকে জানালেন, মাশরাফির ব্যবস্থাপত্র করে দিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক, 'মাশরাফির ব্যাপারটা যতদূর জানি, বিসিবি সভাপতি আব্দুল্লাহ স্যারের (প্রধানমন্ত্রীর চিকিৎসক) সঙ্গে কথা বলেছেন। তাঁর প্রেসক্রিপশন পাঠানো হয়েছে। মাশরাফি তো সাংসদও। তার ব্যাপারটা ভিন্ন। কিন্তু যখন বিপদ হয়, সাংসদ দেখে হয় না। মানসিকভাবে সবাই ধাক্কা খায়। তখন তার পাশে সবারই থাকা উচিত। কাল রাতে শুনলাম ভালো আছে, হাসিখুশি আছে।'

কাল রাতে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বাংলাদেশের সাবেক অধিনায়ককে এসএমএস দিয়েছেন, কোনো সমস্যা হলে যেন দ্রুত তাঁকে জানানো হয়। দেবাশীষের চিন্তাটা এখন মাশরাফির পুরোনো অ্যাজমা রোগ নিয়ে, 'সে অ্যাজমার রোগী। যাদের অ্যাজমা আছে তাদের বেশি সতর্কতা অবলম্বন করতে হবে। যেহেতু আগে থেকে তাদের ফুসফুস দুর্বল হয়ে আছে। ওর চিকিৎসা ব্যবস্থা আব্দুল্লাহ স্যার দেখছেন।'

শ্বাসকষ্ট থাকলেও একজন ক্রীড়াবিদ হিসেবে মাশরাফির রোগপ্রতিরোধ ক্ষমতা স্বাভাবিকভাবেই ভালো। এটিই আশাবাদী করছে সবাইকে।

No comments

Powered by Blogger.