খুলনায়১ দিনে সর্বোচ্চ ১৩৩ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে||News224Magura

খুলনা জেলায় ১ দিনে সর্বোচ্চ ১৩৩ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮০৫। আজ শুক্রবারসহ গত ৩ দিনে জেলায় রোগী শনাক্ত হয়েছে ৩১৩ জন।
এর আগে বুধবার ৯৭ জন ও বৃহস্পতিবার ৮৩ জনের করোনা শনাক্ত হয়েছিল।
খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ মেহেদী নেওয়াজ বলেন, আজ কলেজের আরটি-পিসিআর ল্যাবে সর্বোচ্চ ৩৭৭টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে খুলনার নমুনা ছিল ৩৫৮টি। পরীক্ষা করা নমুনার মধ্যে ১৪০টি নমুনা পজিটিভ হয়েছে। এটিও ওই ল্যাবে এক দিনে পজিটিভ হওয়া নমুনার মধ্যে সর্বোচ্চ। পজিটিভ হওয়া নমুনার মধ্যে খুলনার ১৩৩টি, বাগেরহাটের ৩, নড়াইলের ২, যশোরের ১ ও পিরোজপুরের ১টি নমুনা রয়েছে।
খুলনা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, সকাল পর্যন্ত জেলায় নমুনা পরীক্ষা করা হয়েছিল ৪ হাজার ৯০৩ জনের। এর মধ্যে ৬৭২ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছিল। ওই সময়ের মধ্যে শনাক্ত হওয়া রোগীদের ৮০ জন সুস্থ হয়েছেন, আর মারা গেছেন ১০ জন।
আজকে সকাল পর্যন্ত খুলনায় যে সংখ্যক রোগী শনাক্ত হয়েছে, তার মধ্যে মহানগরে আক্রান্তের সংখ্যা ৪৯৫। বাকি ১৭৭ জন রোগী রয়েছে জেলার ৯টি উপজেলায়। আক্রান্ত হওয়া রোগীর মধ্যে ৪৬৫ জন পুরুষ, ১৬৬ জন নারী ও ৪১টি শিশু রয়েছে।

No comments

Powered by Blogger.