মাগুরায় স্বপ্নের মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল বাস্তবায়নের দারপ্রান্তে

 আজ ২৭/০৮/২০ বৃহষ্পতিবার মাগুরায় মেডিকেল কলেজ বাস্তবায়নের পথে,

মাগুরা পৌরসভাধীন পারলা ও চাউলিয়া ইউনিয়নের অন্তর্গত গোয়ালখালী এলাকায় মাগুরাবাসীর স্বপ্নের মেডিকেল কলেজ বিনির্মাণে আর ও একধাপ এগিয়ে,
মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড: সাইফুজ্জামান শিখর কর্তৃক নির্ধারিত ৫০ একর জমি (পারলা, গোয়ালখালী ও মালিকগ্রামের মাঝে) সরেজমিন পরিদর্শনে ঢাকা থেকে ফিজিবিলিটি ষ্ট্যাডি টিম আসেন,
শহর থেকে মাত্র ১ কিলোমিটারের মধ্যে মাগুরা-নড়াইল, মাগুরা-মহম্মদপুর-পদ্মা সেতু-ঢাকা মহাসড়ক ও পৌর পুলিশ ফাড়ি সংলগ্ন এবং নবগঙ্গা নদীর পাশে অবস্থিত হতে যাচ্ছে মাগুরাবাসীর স্বপ্নের মেডিকেল কলেজ ও হাসপাতাল। আজ বৃহস্পতিবার ফিজিবিলিটি স্ট্যাডি টিম মাগুরা ১ আসনের এমপির উপস্থিতিতে জায়গাটি পরিদর্শন করেন এবং মেডিকেল কলেজের জন্য নির্বাচন করেন, সেই সাথে জমির মালিকগন, মসজিদের ইমাম ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিদের সাথে মতবিনিময় করেন এ টিমের প্রধান, এলাকাবাসী সহ বেশ কয়েকটি গ্রামের মানুষ ও দেখতে আসেন ও সবাই জায়গাটিকে সঠিক বলে মনে করায় ফিজিবিলিটি স্ট্যাডি টিমের প্রধান
সন্তষ্টি প্রকাশ করেছেন।তবে কেউ কেউ বলেছেন মাগুরা শহর হল দক্ষিণ বংগের ১০ দশটি জেলার প্রবেশ দার মেডিকেল কলেজটি বিশ্ব রোড সংলগ্ন হলে মাননীয় প্রধানমন্ত্রীর মাগুরার উন্নয়ন সমূহ মানুষের দৃষ্টিগোচর হত।এতে করে মাগুরা জেলার মর্যাদা আরও অনেকাংশেই বৃদ্ধি পেত।

No comments

Powered by Blogger.