মাগুরার পিএইচ ডি খ্যাত ডাঃ মকবুল হোসেন জীবন ফরিদপুরের ল্যাব এশিয়া ডায়াগনিষ্ট সেন্টার থেকে আজ শুক্রবার ৪ই সেপ্টেম্বর বেলা দেড়টার দিকে র‌্যাবের হাতে আটক হয়েছে। ল্যাব এশিয়ার ম্যানেজার প্রদিপকুমার জানান,ডা মকবুল হোসেন জীবন দীির্ঘদিন ধরে আমাদের এখানে পিএইচ ডি ডিগ্রি আমেরিকা নিউরো মেডিসিসিনের ,ও মেডিসিন স্পেশালিষ্ট হিসাবে রোগী দেখে আসছেন।আমরা তো উনার কাগজপত্র দেখে এখানে প্রাকটিস করছেন কিন্ত জানিনা উনি ভুয়া ডাক্তার কিনা।


তবে আজ শ্রক্রবার বেলা দেড়টার দিকে র‌্যাবের একটি দল ল্যাব এশিয়া ডায়াগনিষ্টে এসে ডা মকবুল হোসেন জীবনকে খোজেন। উনি তখন প্যারালাইসিস রোগী দেখতেছিলেন। মাগুরার নাম না প্রকাশ করার শর্তে একজন জানান,মকবুল হোসেন জীবন পুলিশের ও রাজনৈতিক আশ্রয়ে দীর্ঘদিন যশোর,ঝিনাইদাহ,মাগুরা ও ফরিদপুর অঞ্চলে বাহারী বাহারী ভুয়া ডিগ্রি কখনো মেডিসিন, কখনো নিউরো ,গ্যাষ্ট্রো ও বক্ষব্যাধী বিশেষজ্ঞ হিসাবে মানুষের চোখ ফাঁকি দিয়ে প্রতারনা করে রোগী দেখে আসছিলেন।


এ দিকে মাগুরায় ডা মকবুল হোসেন জীবনের আটকের খবরে শহরে প্রচার হলে মিষ্টি বিতরন করা হয়েছে।

No comments

Powered by Blogger.